ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রাজশাহীতে এখনও নজরদারির বাইরে ৯৩৭ বিদেশফেরত

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ২২:১৬, ২৭ মার্চ ২০২০

রাজশাহীতে বিদেশফেরতদের খুঁজতে বাড়ি বাড়ি যাচ্ছে স্বাস্থ্যকর্মীসহ আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা। পাসপোর্ট-ভিসার ঠিকানা অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে।

একইসঙ্গে তাদের বাড়ি চিহ্নিত করে দিয়ে নজদারিতে রাখা হয়েছে, যাতে তারা ১৪ দিনের আগে বাড়ির বাইরে বের না হয়।

তবে এখনও নজরদারির বাহিরে রয়েছে ৯৩৭ জন। তাদের খুঁজে বের করতে স্বাস্থ্য বিভাগ ও আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন। কিন্তু ঠিকানার সমস্যার কারণে অনেককেই খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানান রাজশাহীর সিভিল সার্জন ডা. এনামুল হক।

তিনি জানান, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো তথ্য অনুযায়ী গত ১ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ১ হাজার ৬৪৮ জন বিদেশ থেকে রাজশাহী এসেছেন। এদের মধ্যে ১০ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত রাজশাহী জেলায় ৭১১ জনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে ১৪ দিন পূর্ণ হওয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছে ১৯২ জনকে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ৫১৯ জন।’

ডা এনামুল হক বলেন, ‘শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় রাজশাহীতে খুঁজে বের করে ১০৬ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। এ নিয়ে বর্তমানে এ ব্যবস্থায় আছেন ৫১৯ জন বিদেশফেরত। তবে রাজশাহীতে শুক্রবার দুপুর পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি।’

তিনি জানান, ‘পুলিশ ও স্বাস্ব্যকর্মীরা গত ২৪ ঘণ্টায় খুঁজে বের করে রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ১৯ জনকে হোম কোয়ারেন্টাইনে এনেছেন। এছাড়াও চারঘাটে ৪৬ জন, পুঠিয়ায় ৪ জন, দুর্গাপুরে ১ জন, মোহনপুরে ২০ জন, তানোরে ৪ জন, পবায় ৮ জন এবং গোদাগাড়ীতে ৪ জনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে।’

এছাড়া, ১০৬ জন বিদেশ ফেরতের মধ্যে ভারত থেকে ৮৮ জন, মালেশিয়া থেকে ২ জন, সৌদি আরব থেকে ৩ জন, ইংল্যান্ড থেকে ১ জন, দুবাই থেকে ৩ জন, উগান্ডা থেকে ১ জন, সুদান থেকে ২ জন, চীন থেকে ১ জন ও ফিলিপাইন থেকে ২ জন এসেছেন। 

এদিকে, রাজশাহীর বাগমারা উপজেলায় বিদেশফেরত ১৭ ব্যক্তিকে নিয়ে বিপাকে পড়েছে পুলিশ। কোনো হদিস না পাওয়ায় তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা যায়নি। এদের পূর্ণাঙ্গ ঠিকানা না পাওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা তাদের সন্ধানে মাঠে রয়েছেন।

বাগমারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রাব্বানী জানান, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে গত বৃহস্পতিবার পর্যন্ত এ উপজেলায় বিদেশফেরত ১৯৫ জন। এর মধ্যে স্বাস্থ্য বিভাগ ও পুলিশ ১৭৮ জন বিদেশফেরত ব্যক্তিদের তথ্য সংগ্রহ করে হোম কোয়ারেন্টাইনে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। তবে ১৭ জনের বিষয়ে স্বাস্থ্য বিভাগের কাছে কোনো তথ্য নেই।’

বাগমারা থানার ওসি আতাউর রহমান বলেন, ‘তাদের সন্ধানের জন্য বিভিন্নভাবে চেষ্টা চালানো হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় ঠিকানাবিহীন এই ১৭ জনের সন্ধান পাওয়া খুবই কঠিন। এরপরও তাদের খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।’

রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক বলেন, ‘বিদেশফেরতদের স্থানীয় থানাগুলোতে যোগাযোগ করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এদের মধ্যে অনেকেই থানায় যোগাযোগ করে তারা হোম কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। আর যারা এখনও যোগাযোগ করেনি তাদের তালিকা দেখে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা বাসায় গিয়ে খুঁজে বের করে তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চত করা হচ্ছে। যাদের পাওয়া যাচ্ছে না তাদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।’

এআই/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি