ঢাকা, সোমবার   ৩১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় হোম কোয়ারেন্টাইনে আরও ৬১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৩, ২৮ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘণ্টায় আরও ৬১ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এ নিয়ে আজ শনিবার সকাল পর্যন্ত ২ হাজার ৫৪৫ জনকে এ ব্যবস্থায় আনা হলো। 

এদের মধ্যে মেয়াদ পেরিয়ে যাওয়ায় ১ হাজার ৮০০ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত করে দেয়া হয়েছে। বর্তমানে আছেন ৭৪৫ জন। 

এদিকে করোনায়য় আক্রান্তদের চিকিৎসা দেয়ার জন্য বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্রাহ্মণবাড়িয়া হার্ট ফাউন্ডেশন ও পৌর আধুনিক সুপার ভবনের ৩য় তলা প্রস্তুত রাখা হয়েছে। 

অন্যদিকে, সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকারের নির্দেশ থাকলেও প্রধান সড়ক সড়ক ব্যতীত অন্যান্য স্থানগুলোতে তেমন কার্যক্রম হচ্ছে না। বিভিন্ন অলি গলিতে মানুষের জটলা চোখে পড়ে। 

তবে এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত কোন ব্যক্তি শনাক্ত হয়নি বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ। 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি