করোনা রোধে মোংলায় জীবাণুমুক্তকরণ কার্যক্রম ও খাদ্যসামগ্রী বিতরণ
প্রকাশিত : ১২:৪০, ২৮ মার্চ ২০২০
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মোংলায় জীবাণুমুক্তকরণ কার্যক্রম পরিচালনা করছে নৌবাহিনী।
আজ শনিবার সকাল সাড়ে ৯টায় মোংলা বন্দরের শিল্প এলাকার দিগরাজে মহাসড়ক, ড্রেন, দোকানপাট, এবং বিভিন্ন যানবাহন ও পথচারীদের মাঝে জীবাণুনাশক স্প্রে করেছেন নৌ কন্টিনজেন্ট সদস্যরা।
এছাড়া জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টি, সামাজিক দূরত্ব ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ, একান্ত প্রয়োজনে বাড়ির বাহিরে অবস্থানের ক্ষেত্রে মুখে মাস্ক ব্যবহারের নির্দেশনা দিচ্ছেন। অন্যদিকে, মোংলায় দেড়শ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে নৌবাহিনী।
এ সকল কার্যক্রম করোনা সংক্রমণ রোধ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নৌবাহিনীর লে. কমান্ডার তানভীর খান।
তিনি বলেন, ‘বরগুনা, বাগেরহাট ও মোংলায় ৭টি কন্টিজেন্টের মাধ্যমে ১৯০ জন নৌ সদস্য করোনাভাইরাস সংক্রমণ রোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
এআই/
আরও পড়ুন