ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনা রোধে মোংলায় জীবাণুমুক্তকরণ কার্যক্রম ও খাদ্যসামগ্রী বিতরণ

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪০, ২৮ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মোংলায় জীবাণুমুক্তকরণ কার্যক্রম পরিচালনা করছে নৌবাহিনী।

আজ শনিবার সকাল সাড়ে ৯টায় মোংলা বন্দরের শিল্প এলাকার দিগরাজে মহাসড়ক, ড্রেন, দোকানপাট, এবং বিভিন্ন যানবাহন ও পথচারীদের মাঝে জীবাণুনাশক স্প্রে করেছেন নৌ কন্টিনজেন্ট সদস্যরা। 

এছাড়া জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টি, সামাজিক দূরত্ব ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ, একান্ত প্রয়োজনে বাড়ির বাহিরে অবস্থানের ক্ষেত্রে মুখে মাস্ক ব্যবহারের নির্দেশনা দিচ্ছেন। অন্যদিকে, মোংলায় দেড়শ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে নৌবাহিনী। 

এ সকল কার্যক্রম করোনা সংক্রমণ রোধ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নৌবাহিনীর লে. কমান্ডার তানভীর খান। 

তিনি বলেন, ‘বরগুনা, বাগেরহাট ও মোংলায় ৭টি কন্টিজেন্টের মাধ্যমে ১৯০ জন নৌ সদস্য করোনাভাইরাস সংক্রমণ রোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’ 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি