ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনা ভাইরাস প্রতিরোধে নাটোর জেলা কমিটির সভা

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৭, ২৮ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত নাটোরে জেলা কমিটির এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মলন কক্ষে করোনা ভাইরাস প্রতিরোধে এক জরুরি সভায় জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। 

এসময় উপস্থত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, সিভিল সার্জেন ডাঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ শরিফুন্নেছা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  আশরাফুল ইসলাম, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান সহ সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ।

বক্তরা বলেন, জেলার গরিব হতদরিদ্র মানুষ খুঁজে তাদের নাম লিষ্ট করা, পর্যাপ্ত জরুরি ওষুধ সরবরাহ, ওষুধ মালিক সমিতি সাথে ও পরিবহণ মালিক সমিতি সাথে সভা। জরুরি অবতরণের জন্য হ্যালিপ্যাড মাঠ পরিস্কার রাখাসহ জরুরি কাজ সম্পূর্ণ রাখার আহ্বান জানান।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি