ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দোকানের সামনে প্রশাসনের সাদা বৃত্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২০:২৮, ২৮ মার্চ ২০২০

দোকানের সামনে সাদা বৃত্ত এঁকে দিচ্ছে প্রশাসন

দোকানের সামনে সাদা বৃত্ত এঁকে দিচ্ছে প্রশাসন

Ekushey Television Ltd.

বর্তমান করোনা সংকটে সামাজিক দূরত্ব বজায় রেখে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে বিভিন্ন দোকানের সামনে সাদা বৃত্ত এঁকে দেয়া হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। শনিবার (২৮ মার্চ) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন দোকানের সামনে এই বৃত্ত এঁকে দেয়া হয়।

সদর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে খোলা থাকা নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকানগুলোতে বৃত্তের মাঝে দাঁড়িয়ে কেনাকাটার কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন। 

জেলা প্রশাসকের নির্দেশে সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া শনিবার দুপুরে পৌর শহরের কাউতলী এলাকায় বিভিন্ন দোকানের সামনে নির্ধারিত দূরত্ব বজায় রেখে কেনাকাটা সম্পন্ন করতে সাদা বৃত্তের চিহ্ন দেয়ার কাজ শুরু করেন। পর্যায়ক্রমে শহরের কালীবাড়ি মোড় ও শিমরাইলকান্দি এলাকার মুদি দোকান, ঔষধের দোকান ও ফলের দোকানগুলোর সামনে বৃত্ত চিহ্নিত করে দেন। 

পরে সরেজমিনে এই কার্যক্রম দেখতে কাউতলী এলাকায় উপস্থিত হন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া, সহকারী কমিশনার (ভূমি) এ.বি.এম মশিউজ্জামান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন প্রসুখ উপস্থিত ছিলেন। 

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পঙ্কজ  বড়ুয়া বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে জেলা  প্রশাসকের নির্দেশে আমরা সব ধরণের কর্মসূচী গ্রহণ করছি। রোববার থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল রোডে এই কার্যক্রম চালানো হবে বলেও তিনি জানান।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি