ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সীতাকুণ্ডে ট্রাকের চাকায় পিষ্ট শিশুকন্যা

সীতাকুণ্ড সংবাদদাতা

প্রকাশিত : ২০:৪৯, ২৮ মার্চ ২০২০

নিহত শিশু তিথি দাস

নিহত শিশু তিথি দাস

সীতাকুণ্ডে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিথি দাস (৬) নামের এক শিশু কন্যা নিহত হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার কুমিরা ঘাটঘর এলাকার ৮নং ওয়ার্ডের জেলেপাড়ায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, সকালে খেলা করার সময় কুমিরা-সন্দ্বীপ ফেরী ঘাট রোড দিয়ে যাতায়াতকারী রড বোঝায় একটি ট্রাক (চট্ট মেট্রো ট-১১-৭৬৬৬) তিথিকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত তিথি দাস জেলেপাড়ার কৃষ্ণ জলদাসের কন্যা। স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার এসআই রবিচরণ ঘটনাস্থল পরিদর্শন করেন। ট্রাকসহ চালক মোঃ নিজামকে আটক করা হয়েছে বলে তিনি জানান।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি