বেলকুচিতে পৌরসভার জীবানু নাশক স্প্রে
প্রকাশিত : ২৩:০০, ২৮ মার্চ ২০২০
বিশ্বব্যাপী আতঙ্কের নোভেল করোনা ভাইরাস সংক্রামন ঠেকাতে সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার উদ্যোগে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়েছে। গত শুক্রবার রাত থেকে পুরো পৌর এলাকার রাস্তা-ঘাট জুড়ে ট্রাক যোগে জীবানু নাশক ওষুধ স্প্রে শুরু করেছে। প্রথম পর্যায়ে পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাসের উদ্যোগে ৩,৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তায় জীবাণু নাশক এ ওষুধ ছিটানো হচ্ছে। এছাড়া শনিবার দুপুরে কামারপাড়া, শেরনগর, মুকন্দগাঁতীতে ছিটানো হচ্ছে।
এ ব্যাপারে বেলকুচি মেয়র বেগম আশানুর বিশ্বাস জানান, করোনার প্রভাবে আমরা সবাই সংকিত। সরকার আমাদের সকলকে রক্ষায় সচেতনতায় যে পদক্ষেপ গুলো নিতে বলেছে সে অনুযায়ী কাজ করছে বেলকুচি পৌরসভা। প্রথম পর্যায়ে আমরা লিফলেট, ম্যাক্স ও সাবান বিতরন করেছি এবং অব্যাহতও রয়েছে। এছাড়া যারা হতদরিদ্র রিক্সা-ভ্যান শ্রমিক, ভিখারী ও তাঁত শ্রমিকদের মাঝে চাল, ডাল সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরনের উদ্যোগ গ্রহন করা হয়েছে। তিনি আরো জানান, আসলে সচেতনাই পারে কেবল আমাদের এই মরণ ব্যাধি থেকে রক্ষা করতে। তাই বিশেষ কারণ ছাড়া কেউ বাইরে বের হবেন না। যে কোন সমস্যায় আমাদের ফোন করলে পৌরসভা তার নাগরিকদের পাশে থাকবে।
আরকে//
আরও পড়ুন