ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বরগুনায় কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১০:২০, ২৯ মার্চ ২০২০

করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় ও নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী দিয়েছে বরগুনা জেলা প্রশাসন। 

সদর উপজেলার বদরখালি ও গৌড়ীচন্না ইউনিয়নে উপকারভোগী মানুষদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন রেভিনিউ ডেপুটি কালেক্টর মু. আসাদুজ্জামান। 

এসময় তার সাথে ছিলেন, বদরখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস আহম্মেদ স্বপন শরীফ, গৌড়িচন্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মো. তানভির আহম্মেদ সিদ্দিকী এবং প্যানেল চেয়ারম্যান সুজন সরকারসহ ইউপি সদস্যগণ।

রেভিনিউ ডেপুটি কালেক্টর মু. আসাদুজ্জামান বলেন, ‘জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী অন্তত শতাধিক সুবিধাভোগীদের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়েছে।’

এতে প্রতিজনকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু ও ২ কেজি করে ডাল দেয়া হয়েছে। বরগুনা জেলার ৬টি উপজেলায় মোট ৬ হাজার ৫০০ জন করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে জেলা প্রশাসনের এই মানবিক সহায়তা বিতরণ করা হবে বলেও জানান তিনি। 

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি