ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

করোনার উপসর্গ নিয়ে যুবকসহ পরিবার আইসোলেশনে 

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৭, ২৯ মার্চ ২০২০

জয়পুরহাটে এক যুবকের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় তাকেসহ তার পরিবারের চার সদস্যকে  আইসোলেশনে  ভর্তি করা  হয়েছে। 

তারা এখন আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর হেলথ এন্ড টেকনোলজি ইন্সটিটিউটে স্থাপিত আইসোলেশন ইউনিটে রয়েছেন। একইসঙ্গে ওই পরিবারের সংস্পর্শে আসা ১১ জনকে পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

আজ রোববার সকালে জয়পুরহাটের সিভিল সার্জন সেলিম মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন। 

ওই যুবকের বাড়ি জেলার কালাই উপজেলায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিক আহমদ জেবাল বাপ্পী বলেন, ‘ওই যুবকের করোনা ভাইরাসের উপসর্গ রয়েছে। তিনি বিদেশফেরত ছিলেন না। তবে পোল্ট্রি ব্যবসার সঙ্গে যুক্ত থাকায় বিভিন্ন এলাকা থেকে আগত ব্যবসায়ীদের সংস্পর্শে আসতে পারেন বলে ধারণা করা হচ্ছ।’ 

তিনি জানান, ‘গত শুক্রবার রাতে ওই যুবকসহ তার পরিবারের ৪ সদস্যকে গোপীনাথপুর হেলথ এন্ড টেকনোলজি ইন্সটিটিউটে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের সংস্পর্শে আসা ১১ জনকে হোম কোয়ারেন্টাইনে দেয়া হয়েছে।’
 
সিভিল সার্জন ডা. সেলিম মিঞা বলেন, ‘শনিবার ওই যুবকের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি