ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ফেনীতে জনসচেতনতায় কয়েকস্তরে কাজ করছে আইন শৃঙ্খলাবাহিনী

ফেনী প্রতিনিধি 

প্রকাশিত : ১১:৪১, ২৯ মার্চ ২০২০

দশদিনের ছুটি ঘোষণায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনী অংশে জরুরি পণ্য পরিবহন ছাড়া চলছেনা কোনও যানবাহন। পাশাপাশি বন্ধ রয়েছে জেলার সকল হাট-বাজার ও জনসমাগম। 

সামাজিক দূরত্ব বজায় রেখে সচেতনতার লক্ষ্যে প্রশাসনের সাথে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের একাধিক টিম কয়েকভাগে কাজ করছে মাঠে। 

ফায়ার সার্ভিসের কর্মীরা জেলার ৬টি উপজেলা শহরগুলোতে জীবাণুরোধে দিনরাত চালাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান। এতে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও নিচ্ছে নানা পদক্ষেপ।

জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী নিত্য পণ্য ও ঔষধ দোকান ব্যতীত বন্ধ রয়েছে ব্যবসা বাণিজ্য, বিনোদন পার্ক ও সামাজিক অনুষ্ঠানসহ জনসমাগম। তাই বন্ধ রয়েছে শহরের দোকানপাট। 

সড়কে ছোট যানবাহন চলাচল করলেও অনেকেই করোনার সংক্রামণ এড়াতে বের হচ্ছে না ঘর থেকে। তবে নিম্ন আয়ের মানুষেরা করোনার ঝুঁকি মাথায় নিয়ে চালিয়ে যাচ্ছেন তাদের কর্মজীবন।

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি