ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বরিশালে করোনা ওয়ার্ডে একজনের মৃত্যু

বরিশাল প্রতিনিধি 

প্রকাশিত : ১২:৫৫, ২৯ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

আজ রোববার সকাল সোয়া ৭টার দিকে ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়। তার বাড়ি পটুয়াখালী জেলার সদর উপজেলার গোহানগাছিয়া গ্রামে। 

বরিশাল মেডিকেলের পরিচালক ডাক্তার বাকির হোসেন জানান, ‘পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রেফার করার পর শনিবার বিকেল ওই পুরুষ রোগীকে স্বজনরা শেবাচিমে নিয়ে আসেন। প্রথমে মেডিসিন ইউনিটে এবং সেখান থেকে গতরাতেই করোনা ওয়ার্ডে স্থানান্তর করা হয়। আজ সকাল সোয়া ৭টায় তার মৃত্যু হয়।’

মৃত রোগী দীর্ঘদিন যাবত অ্যাজমাজনিত শ্বাসকষ্ট রোগে ভূগছিলেন বলে জানিয়েছে তার পরিবার। 

শেবাচিমের পরিচালক জানান, ‘রোগী মারা যাবার পর বিষয়টি আইইডিসিআরকে জানানো হয়েছে। তাদের নির্দেশনা অনুসারে মৃতদেহ সমাহিত করার ব্যবস্থা করা হবে।’

উল্লেখ্য, এর আগে শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে করোনা ওয়ার্ডে নেয়ার সাথে সাথে প্রাণহারান এক নারী। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়ায় ওই নারীর স্বজনদের বুঝিয়ে দিয়েছে হাসপাতাল সূত্রে জানা গেছে। তার বাড়ি বরিশাল নগরীর কাউনিয়া পুরানপাড়া এলাকায়।

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি