ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

খুলনায় আইসোলেশনে থাকা বৃদ্ধের মৃত্যু 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩০, ২৯ মার্চ ২০২০

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনো আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

আজ রোববার সকাল সোয়া ৯টার দিকে মারা যান ৭০ বছর বয়সী ওই বৃদ্ধা। তার বাড়ি বাড়ি নড়াইলের কালিয়া উপজেলায়।

চিকিৎসকরা বলছেন, তিনি যক্ষ্মা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, এর আগে কাশি হওয়ায় শনিবার (২৮ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে তাকে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। পরে রোগীর স্বজনদের বরাতে চিকিৎসকরা জানতে পারেন, তিনি আগে থেকেই যক্ষ্মায় আক্রান্ত। তবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই ব্যক্তি মারা গেছেন বলে চিকিৎসকদের আরেকটি সূত্র জানিয়েছে।

জানতে চাইলে খুলনার সিভিল সার্জন সুজাত আহমেদ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে গণমাধ্যমকে জানান, ‘মারা যাওয়া ব্যক্তি পুরাতন যক্ষ্মা রোগী। তার ব্যাপারে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সঙ্গে চিকিৎসকেরা যোগাযোগ করেছিল। সেখান থেকে জানানো হয়, তার নমুনা পরীক্ষার প্রয়োজন নেই। সে কারণে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।’


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি