ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাগেরহাটে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণ মামলায় আটক ১

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১১, ২৯ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

বাগেরহাটের ফকিরহাটে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অসিত মন্ডল (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শিশুটির মায়ের দায়ের করা মামলায় আজ রোববার সকালে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত অসিতকে আটক করে। আটক অসিত উপজেলার কলকলিয়া গ্রামের মৃত অমল মন্ডলের ছেলে।

মামলা সূত্রে জানাযায়, শনিবার (২৮ মার্চ) সকালে কাজে বাড়ির বাইরে চলে যায় শিশুটির মা। দুপুর তিনটার দিকে মেয়েটিকে বাড়িতে একা পেয়ে প্রতিবেশী অসিত মন্ডল ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। 

বিকাল পৌনে ৪টার দিকে মেয়েটির মা বাড়িতে ফিরে এসে মেয়ের অবস্থা দেখে চিৎকার করলে আশে-পাশের মানুষজন এসে ভিড় করে। পরে শিশুটিকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ওই দিনই শিশুটির মা বাদী হয়ে অসিতকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মো.  খায়রুল আনাম বলেন, ‘নির্যাতিতা শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে আমরা অসিত মন্ডলকে আটক করেছি। তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।’

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি