ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

নড়াইলে পুলিশের বেতনে চাল পেলেন দরিদ্ররা  

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ২২:৩১, ২৯ মার্চ ২০২০

করোনাভাইরাসের সংকটময় মুহূর্তে নড়াইলের লোহাগড়া থানা পুলিশ সদস্যদের বেতনের টাকায় কর্মহীন ১০০ গরিব পরিবারকে ১০ কেজি করে চাল দেয়া হয়েছে। রোববার (২৯ মার্চ) বিকেলে লোহাগড়া থানা চত্বরে এ চাল তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)। 

এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান, পরিদর্শক (তদন্ত) আমানউল্লাহ আল বারী, এসআই মিলটন কুমার দেবদাসসহ পুলিশ সদস্যরা।  
মিলটন কুমার দেবদাস বলেন, আমাদের বেতনের টাকায় কর্মহীন অসহায় মানুষকে কিছুটা সহযোগিতা করতে পেরে ভালো লাগছে।  

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, করোনাভাইরাসের সংকটময় মুহূর্তে পুলিশ সদস্যদের এ ধরণের উদ্যোগে কর্মহীন অসহায় মানুষদের কিছুটা হলেও উপকারে আসবে। এ ধরণের উদ্যোগে যে যার অবস্থান থেকে অনুপ্রাণিত হবেন বলে আশা করি। 

এদিকে, পুলিশের চাল পেয়ে খুশি হয়েছেন কর্মহীন দরিদ্র পরিবারের নারী ও পুরুষেরা। তারা পুলিশের এ ধরণের ভালো কাজের জন্য দোয়া করেন। 

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি