ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কুড়িগ্রামে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি: 

প্রকাশিত : ২৩:২১, ২৯ মার্চ ২০২০

কুড়িগ্রামে করোনা পরিস্থিতিতে  মানবিক সহায়তা হিসেবে জেলার ৯ উপজেলায় ৩৪ মে.টন জিআর চাল ও ১০ লক্ষ ২০ হাজার টাকার খাদ্য সামগ্রী দরিদ্র পরিবারের মাঝে বিতরণ শুরু হয়েছে।

রোববার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার উদ্যোগে পৌরসভায় এলাকায় ৩ শতাধিক পরিবারকে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। এসময় প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি মসুরডাল, ১ কেজি লবন ও ১টি সাবান বিতরণ করা হয়। 

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সদর উপজেলা নির্বাহী অফিসার (ভার:) ময়নুল ইসলাম, পৌর মেয়র আব্দুল জলিল, আওয়ামীলীগ নেতা শেখ বাবুল, কাজিউল ইসলাম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব প্রমুখ। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি