ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

করোনায় চুয়াডাঙ্গায় কর্মহীনদের পাশে প্রশাসন 

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১০:২০, ৩০ মার্চ ২০২০

করোনা সতর্কতায় চুয়াডাঙ্গায় কর্মহীন, দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়িয়েছে প্রশাসন। জেলার পাঁচটি থানার ৫০০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে স্থানীয় পুলিশ।                                           

রোববার (২৯ মার্চ) দিনব্যাপী এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম।

এতে রয়েছে ৩ কেজি চাল, ১ কেজি মসুরের ডাল, ১ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ৫০০ গ্রাম লবন, ২৫০ গ্রাম পিয়াজ, ১০০ গ্রাম গুড়া হলুদ ও ১০০ গ্রাম কাঁচা মরিচ। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, স্ব স্ব থানার অফিসার ইনচার্জ (ওসি)সহ পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। 

পুলিশ সুপার সাংবাদিকদের জানান, ‘জনসাধারণের নিরাপদে ঘরে থাকা নিশ্চিত করতে এসব খাদ্যসামগ্রী তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। তবে সরকারের পাশাপাশি বর্তমান পরিস্থিতি মোকাবিলায় বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত।’

এছাড়া, করোনার ভয়াবহতা থেকে নিজে সতর্ক ও সচেতন থাকার পাশাপাশি পরিবাররের সদস্যদের প্রয়োজন ছাড়া বাইরে না আসার আহ্বান জানান পুলিশের এই কর্মকর্তা। 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি