ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

দুই মোটরসাইকেলের সংঘর্ষে শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তা নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১১:০৬, ৩০ মার্চ ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জুয়েল চৌধুরী রানা (৪২) নামে এক সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। 

রোববার (২৯ মার্চ) রাতে সদর উপজেলা পৌর শহর তারাগণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তি তারাগণ গ্রামের মোস্তফা চৌধুরীর ছেলে। তিনি শ্রম মন্ত্রণালয়ের অধীনে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কর্মরত ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন জুয়েল। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক সজীব দেবনাথ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি