ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নাটোরে কর্মহীনদের ঘরে খাদ্যসামগ্রী দিচ্ছেন জেলা প্রশাসক 

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১১:০৯, ৩০ মার্চ ২০২০

করোনায় কর্মহীন হয়ে পড়া হত দরিদ্র মানুষদের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন জেলা প্রশাসক। 

রোববার (২৯ মার্চ) রাত ৭টার দিকে সদর উপজেলার হরিশপুর ইউনিয়নের পিরজিপাড়া আশ্রয়ণ প্রকল্পে বসবাস করা ৩০টি নিম্ন আয়ের পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেন ডিসি মো. শাহরিয়াজ। 

এতে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল এবং ১টি সাবান রয়েছে। 

সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম জানান, ‘প্রথম দফায় জেলার প্রায় ২০ হাজার কর্মহীন মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। ইতিমধ্যে তাদের তালিকা করা হয়েছে।’  

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি