ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মোংলায় নৌবাহিনীর জীবাণুনাশক স্প্রে ও মাস্ক বিতরণ

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৯, ৩০ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

করোনার সংক্রমণ রোধে মোংলার পৌর শহরে জীবাণুনাশক স্প্রে করছে নৌবাহিনী। এছাড়া জনসাধারণের নিরাপত্তার স্বার্থে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করছেন তারা। 

আজ সোমবার সকালে এসব বিতরণ করা হয়। এর আগে গত শনিবার বন্দরের শিল্প এলাকায় দেড়শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

করোনার বিস্তার রোধে গত ২৬ মার্চ থেকে খুলনা নেভাল এরিয়ার কমান্ডারের তত্ত্বাবধানে মোংলায় কার্যক্রম শুরু করে নৌবাহিনীর মোংলা কন্টিনজেন্ট ও দিগরাজ নৌঘাঁটি। সংক্রমণ রোধ না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নৌবাহিনীর কর্মকর্তা লে. কমান্ডার তানভীর খান। 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি