ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনায় কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২৩, ৩০ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

করোনায় বিধি নিষেধের কারণে টাঙ্গাইলে গৃহবন্দি বহু মানুষ। এমন অবস্থায় কর্মহীনদের খাদ্যসামগ্রী দিয়েছে বাংলাদেশ তুষার সিরামিক।   

আজ সোমবার সকালে পৌর এলাকার বেড়াবুচনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দেড় শতাধিক কর্মহীনদের মাঝে এসব খাদ্য সামগ্রী তুলে দেন তুষার সিরামিকের পরিচালক (অপারেশন) ফরিদুল হক ফারুক।

খাদ্য সহায়তার মধ্যে রয়েছে  চাল, ডাল, আলু, পিঁয়াজ ও লবণ। 

এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মোশারফ হোসেন,  টেলিভিশন রিপোর্টাস ফোরামের সভাপতি মো. নাসির উদ্দিন, ব্যবসায়ী আল-আমিন প্রমুখ। 

ফরিদুল হক সাংবাদিকদের বলেন, ‘করোনা প্রভাবে কর্মহীন মানুষদের কষ্টে দিন কাটছে। বিশেষ করে যারা শ্রমিক তাদের অবস্থা একেবারে শোচনীয়। তাই দেশের প্রত্যেকটা সক্ষম নাগরিকের দায়িত্ব এসব মানুষের পাশে দাঁড়ানো। সেই দায়বদ্ধতা থেকেই এগিয়ে এসেছি।’

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি