ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লার গৃহপরিচারিকা ধর্ষণের ঘটনায় গ্রেফতার ২

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪০, ৩০ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

কুমিল্লায় চাঞ্চল্যকর গৃহপরিচারিকা ধর্ষণ মামলায় দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গতকাল রোববার বিকেলে তাদেরকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মামলার প্রধান আসামী ও ধর্ষক আনিছ (২৮) ও তাকে সহায়তাকারী জাবেদ (৩০)। 

কুমিল্লার উপ-পরিচালক কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব সাংবাদিকদের জানান, ‘গৃহপরিচারিকাকে ধর্ষণে সহায়তাকারী জাবেদকে রোববার বিকেলে তার বারপাড়াস্থ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোররাতে কোতয়ালির বলরামপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আনিছকে গ্রেফতার করা হয়।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গৃহপরিচারিকাকে মারধর ও ধর্ষণের কথা স্বীকার করেছেন বলে জানান তিনি। পরে তাদের  কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্ষণের শিকার ওই গৃহপরিচারিকাকে ডেকে নিয়ে পাশের একটি বাড়িতে আনিছ তার সহযোগীদের সহায়তায় মারধর ও ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ওই নারীর ভাই মামলা করলে আসামীদের গ্রেফতার করা হয়। 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি