ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

কুমিল্লায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা 

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৪, ৩০ মার্চ ২০২০

মাদক ও ইভটিজিংয়ের প্রতিবাদ করার জেরে আলআমিন বাহিনীর হামলায় কুমিল্লা নগরের চকবাজারের ব্যবসায়ী মতিন মিয়া নিহত। ঘটনায় এক নারীসহ আহত হয়েছে আরো ৫ জন। 

স্থানীয় আমেনা বেগম ও নিহতের পরিবার জানায়- নগরের সংরাইশ এলাকায় রোববার সন্ধ্যায় একনারীর শাড়ীর আচল ধরে টানাটানি করায় মতিন মিয়াকে ডাক দেয়। এতে  উত্তেজিত হয় স্থানীয় বখাটে বিপ্লব। পরক্ষণেই ফোন করে আলআমিন বাহিনীকে। আলআমিন বাহিনীর সদস্যরা এসে মতিন মিয়া ও তারঁ ছেলে পারভেজ ও এক নারীকে বেধম কুপিয়ে আহত করে। গুরুত্বর আহত মতিন মিয়াকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মতিন মিয়া। মতিন মিয়ার ছেলে পারভেজসহ ২জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা থেকে মতিনের মরদেহ আসার পর আজ দুপুরে উত্তেজিত স্থানীয়রা আলআমিনের বাড়িতে হামলা চালায়। পরে পুলিশ তৎপরতা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোতয়ালী থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি