ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নলছিটির ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছেন ইউএনও

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০৮, ৩০ মার্চ ২০২০

ইউএনও রুম্পা সিকদারের নেতৃত্বে ত্রাণ বিতরণ

ইউএনও রুম্পা সিকদারের নেতৃত্বে ত্রাণ বিতরণ

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশও। ভাইরাসটির সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান। সড়কে যানবাহন চলাচলও প্রায় বন্ধ। এতে দেশের বিভিন্ন এলাকার মত বিপাকে নলছিটির নিম্ন আয়ের মানুষ। 

সিদ্ধকাঠির ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জেসমিন আক্তার ও ইউপি সদস্যবৃন্দকে সঙ্গে নিয়ে নলছিটির এসব নিম্ন আয়ের ও হতদরিদ্রদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুম্পা সিকদার। 

সোমবার (৩০ মার্চ) সকাল ১১ টায় ১৫০টি হতদরিদ্র পরিবারের প্রতিটা ঘরে ঘরে ত্রাণ সহায়তার চাল, আলু ও ডাল পৌঁছে দেন তারা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিজন কুমার খরতী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী জেসমিন আক্তার, ইউপি সচিব মোঃ আনোয়ার হোসেন, নলছিটি সাংবাদিক ফোরাম সভাপতি মোঃ মিজানুর রহমান ও ইউপি সদস্যবৃন্দ।

এ বিষয়ে ইউএনও রুম্পা সিকদার জানান, সরকারি বরাদ্দ পাওয়ার পরপরই তারা হতদরিদ্রদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে মাঠে নেমে পড়েছেন। ত্রাণ সামগ্রীর মধ্যে তারা প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল দিচ্ছেন।

এর আগে উপজেলার কুশঙ্গল, কুলকাঠি, সুবিদপুর, মোল্লারহাট ও মগর ইউনিয়নে ত্রাণ সহায়তার খাবার বিতরণ করা হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি