ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

করোনায় অসহায় মানুষের পাশে সাবেক এমপি জিয়াউল হক মৃধা 

সরাইল সংবাদদাতা

প্রকাশিত : ১৯:২১, ৩০ মার্চ ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে, করোনাভাইরাস মোকাবেলায় অসহায় মানুষের পাশে থেকে ঘরে ঘরে খাদ্য পৌছে দিচ্ছেন সাবেক দুইবারের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা।

সোমবার সকালে কালীকচ্ছ, সূর্যকান্দিসহ সরাইল উপজেলার বিভিন্ন এলাকায় তার এই সহযোগিতা পৌঁছে দেন। সরাইল উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সরাইল উপজেলার ১৫০০ পরিবারের মাঝে খাদ্য বিতরণ কালে এড. জিয়াউল মৃধা বলেন, করোনা ভাইরাস মোকাবেলায়, সরকারের নির্দেশনা মতে সবাইকে ঘরে থাকার অনুরোধ করে, যাতে করে ভাইরাসটি ছড়িয়ে পড়তে না পারে, যারা খেটে খাওয়া মানুষ তাদের অনেকের ঘরেই খাদ্য সামগ্রী অভাবের কষ্ট করছেন, আমি সংসদ সদস্য থাকা থাকালেও তাদের পাশে ছিলাম এখনো আছি সব সময়ই থাকার চেষ্টা করবো। 

এই দুর্দিনে অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করার জন্য জাতীয় পার্টির নেতৃবৃন্দ ও সমাজের বৃত্তবানদের অনুরোধ করেন তিনি। খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি ১৫০০ পরিবারকে চাল, ডাল ও আলো বিতরণ করেন।

কেআই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি