ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নবাবগঞ্জে বৃদ্ধ আইসোলেশনে 

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা:

প্রকাশিত : ১৯:৫৮, ৩০ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

ঢাকার নবাবগঞ্জে করোনায় আক্রান্ত সন্দেহে এক বৃদ্ধকে (৮৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে। রোববার ( ২৯ মার্চ ) সন্ধ্যায় তাকে আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়েছে ।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.শহিদুল ইসলাম এ বিষয়ে নিশ্চিত করে বলেন, রোববার রাতে আইসোলেশনে ভর্তি ওই রোগীর শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে। পরীক্ষার পর নিশ্চিত হতে পারবো তিনি  করোনায় আক্রান্ত কিনা।

বৃদ্ধের ছেলে জানান, তারা বাবা একজন মোদি ব্যবসায়ী। তবে দীর্ঘদিন যাবত তার ফুসফুসে ইনেফেকশন রয়েছে। চিকিৎসা চলছিলো। তবে কয়েকদিন ধরে তার জ্বর ও ঠান্ডা। তাই সন্দেহ হলে তাকে আইসোলেশন বিভাগে ভর্তি করেছি।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি