ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

শেরপুরে করোনা সচেতনতায় লিফলেট ও মাস্ক বিতরণ 

শেরপুর প্রতিনিধি 

প্রকাশিত : ২১:০৪, ৩০ মার্চ ২০২০

শেরপুরে করোনা সংক্রমণ রোধে সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করলেন হুইপ আতিউর রহমান আতিক। ৩০ মার্চ সোমবার বিকেলে তিনি সদর উপজেলার লছমনপুর, মোকছেদপুর, শিমূলতলী, ঘাট বাজারসহ ১০টি পয়েন্টে এসব বিতরণ করেন। এর আগে সকালে তিনি কানাশাখোলা, পীরগঞ্জ, ভীমগঞ্জ, আমতলী, বেলতলী, মাঝিবাজার, রৌহা, ইমামবাড়ী বাজার, সূর্যদি ও তারাকান্দি বাজারে লিফলেট-মাস্ক বিতরণ করেন।

এসময় হুইপ জনসাধারনের উদ্দেশ্যে বলেন, আপনারা ভয় পাবেন না-আতঙ্কিত হবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে গাইড লাইন দিয়েছেন সেটা মেনে ঘরে থাকতে হবে। হাত সাবান দিয়ে ধুতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। আগামী দুই সপ্তাহ একটু কষ্ট করতে হবে। তাহলে এ রোগ থেকে আমরা অনেকটাই মুক্ত হতে পারবো।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি