ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনা সচেতনতায় কাজ করছে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ২১:০৯, ৩০ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

করোনাভাইরাস প্রতিরোধে কুড়িগ্রাম জেলার গুরুত্বপূর্ণ স্থানের কাঁচাবাজার, মুদি দোকান, ফার্মেসি এবং নিত্যপণ্যের দোকান গুলোতে সচেতনতামূলক প্রচারণার পাশাপাশি ক্রেতাদের মধ্যে কম করে তিন ফিট দূরত্ব রাখতে সাদা ও হলুদ রং দিয়ে রাস্তার ওপর গোল বৃত্ত এঁকেছেন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ।
 
কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং সাবেক সাধারণ সম্পাদক পৌর ছাত্রলীগ কুড়িগ্রাম মো. রাজু আহমেদ নেতৃত্বে উক্ত প্রচার কার্যে সদ্য সাবেক ও সাবেক জেলা ছাত্রলীগের নেতারা অংশ গ্রহণ করেন। 

উক্ত প্রচারে উপস্থিত ছিলেন, সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. ফিরোজ শাহীসহ সময়ের সাহসী সন্তান কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল-মুসতাক্বীম বিল্লাহ্ মিশু, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের জনপ্রিয় ছাত্রলীগ নেতা মেহেদী হাসান মিশু, সাবেক জেলা ছাত্রলীগের স্কুল ও ছাত্রবিয়ষক সম্পাদক আতিকুর রহমান রাব্বি। সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল কাফী। 

এছাড়াও জেলা ছাত্রলীগের উদীয়মান ছাত্রলীগ নেতা, গাদ্দাফী, ফাহিম, রাব্বু, রুদ্র, সহ অনেকেই। এ বিষয়ে পরিচ্ছন্ন ছাত্রলীগ নেতা মো. রাজু আহমেদ বলেন, করোনা প্রতিরোধে ক্রেতাদের মধ্যে কম করে তিন ফিট দূরত্ব রাখতে সাদা ও হলুদ রং দিয়ে রাস্তার ওপর গোল বৃত্ত এঁকে দিয়েছি আমরা জেলা ছাত্রলীগ। এটা আমাদের ধারাবাহিক কার্যক্রমের মধ্যে একটি। আমরা ছাত্রলীগের পক্ষ থেকে কুড়িগ্রাম জেলার অসহায় গরীব মানুষের মাঝে মাস্ক বিতরণ ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছি।

কেআই/এসি


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি