ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নড়াইলে গাজাগাছসহ মাদক কারবারি আটক

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪৮, ৩০ মার্চ ২০২০

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের লুটিয়া গ্রাম থেকে তিনটি গাজাগাছসহ মাদক কারবারি রাজিব ঘোষকে (৩৫) আটক করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) দুপুরে তাকে বাড়ি থেকে আটক করা হয়। রাজিব লুটিয়া গ্রামের ঋশিকেষ ঘোষ’র ছেলে। 

লোহাগড়া থানার এসআই মিলটন কুমার দেবদাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজিবদের বাড়ি থেকে গাজাগাছসহ তাকে আটক করা হয়। গাজাগাছ গুলো ঘরের পাশে লাগানো ছিল। এ ঘটনায় রাজিবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগেও রাজিবের নামে লোহাগড়া থানায় দু’টি মাদক মামলা রয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি