৭ শ’ দরিদ্র পরিবারে খাদ্য সহায়তা দিলেন ইউএনও
প্রকাশিত : ২২:২৭, ৩০ মার্চ ২০২০
প্রাণঘাতি করোনা ভাইরাসে বাগেরহাটের মোরেলগঞ্জে প্রাথমিক অবস্থায় ৭শ’ পরিবারকে জরুরি খাদ্য সহায়তা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন ইউএনও। আজ দুপুর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বিভিন্ন ইউনিয়ন ঘুরে ইউনিয়ন ট্যাগ অফিসার ও চেয়ারম্যানদের উপস্থিতিতে বাছাইকৃত পরিবারের সদস্যদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিন এ সময় তার সাথে ছিলেন। প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, আঁধা কেজি ডাল ও আঁধা লিটার করে ছয়াবিন তেল দেওয়া হয়েছে।
নির্বাহী কর্মকর্তা বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকা ক্ষুদ্র ব্যাবসায়ী ও দিনমজুর শ্রেণির পরিবারে খাদ্য সংকট এড়াতে সরকার এ সহায়তা দেওয়া শুরু করেছে।
অপরদিকে উপজেলা যুবলীগের পক্ষ হতেও আজ ইউনিয়ন পর্যায়ে দিনমজুর ও নি¤œ আয়ের লোকেদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। যুবলীগ আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম এগুলো বিতরণ করেন।
আরকে//
আরও পড়ুন