ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লায় নিত্য প্রয়োজনীয় পণ্যের ভ্রাম্যমান দোকান উদ্বোধন 

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ২২:৩৭, ৩০ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

‘আপনি ঘরে থাকুন. দোকান যাবে আপনার ঘরে’ এই শ্লোগানে করোনা ভাইরাস প্রাদুর্ভাব জনিত কারণে কুমিল্লায় নিত্য প্রয়োজনীয় পণ্যের ভ্রাম্যমান দোকান উদ্বোধন করা হয়েছে। কুমিল্লা নগরীর প্রতিটি এলাকার ঘরে ঘরে নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রী পৌছে দেবে এ ভ্রাম্যমান দোকান।

সোমবার নগরীর চর্থায় ভ্রাম্যমান এ দোকানের উদ্বোধন করে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার। 
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা দোকান মালিক ফেডারেশনের আতিক উল্লাহ খোকন, মহানগর আওয়ামী লীগ নেতা কাইয়ূম খান বাবুলসহ আরো অনেকে।  

জেলা প্রশাসনের পরিকল্পনায় ও কুমিল্লা জেলা দোকান মালিক ফেডারেশনের পরিচালনায় এ উদ্দ্যোগ নেয়া হয়েছে। ডাল, লবন, রসুন, পেঁয়াজ, টমেটো ও আলুসহ চারটি ট্রাকে করে নগরীর প্রতিটি পাড়া মহল্লায় নির্ধারিত মূল্যে মানুষের কাছে পৌছে দেয়া হবে। 

আরকে//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি