ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নওগাঁয় অসহায়দের মাঝে খাবার বিতরণ 

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ২৩:০৯, ৩০ মার্চ ২০২০

করোনা ভাইরাস আতঙ্কে যখন কেউ ঘর থেকে বের হতে পারছেন না তখন নওগাঁয় কর্মহীন, দিনমজুর ও নিন্ম আয়ের মানুষদের খাবার সহায়তা করতে সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিরা এগিয়ে এসেছেন।

রোববার রাতে থেকে গতকাল সোমবার সকাল পর্যন্ত নওগাঁর সদর আসনের এমপি ব্যারিস্টার নিজাম উদ্দীন জলিল ব্যক্তিগত উদ্যোগে ৫ কেজি চাল, ২ কেজি আটা, ২ কেজি আলু ১ কেজি মসুর ডাল ও ১টি সাবানের প্যাকেট করে ৭ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী অসহায়দের বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে।

এর আগে তিনি তাঁর সংসদীয় এলাকায় একই ধরনের ১০ হাজার প্যাকেট খাবার বিতরণ করেন। এসব খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, আওয়ামী লীগ নেতা শাহ পরান নয়ন ও ইসতিয়াক আহমেদ ইমরানসহ অন্যারা উপস্থিত ছিলেন। 

এদিকে একইদিন সকালে নওগাঁ বেলকন গ্রুপ অফ ইন্ড্রাষ্টিজের পক্ষে শহরের বাইপাস বিএইচ স্পেশালিষ্ট কোল্ডষ্টোর প্রাইভেট লিমিটেড চত্বরে ৫ কেজি চাউল,২ কেজি ডাল, ২ কেজি আলু ও তৈল ১ কেজি করে এসব খাদ্য সামগ্রীর ১০ হাজার প্যাকেট খাবার বিতরণ করেন বেলকন গ্রুপ অফ ইন্ড্রাষ্ট্রির ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. বেলাল হোসেন। এসময় বেলকন গ্রুপের ডাইরেক্টর ও সিরাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান নাহিদ হাসান সিরাজি, জেনারেল ম্যানেজার আবু ওয়াহিদ হোসেন, মার্কেটিং ম্যানেজার আব্দুল ওহাবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রষ্ট্রির উদ্যোগে সকাল থেকে শহরের বিভিন্ন জায়গায় জীবানুনাশক পানি ছিটানো ও বিভিন্ন দোকানের সামনে সামাজিক দূরত্ব বজায় রাখতে গোল বৃত্তকার আকানো হয়েছে। এসময় চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রষ্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেলসহ অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন।

কেআই/এসি
 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি