ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

করোনা নিয়ে আপত্তিকর মন্তব্যে যুবলীগ নেতা গ্রেফতার

পাবনা প্রতিনিধি

প্রকাশিত : ১১:২১, ৩১ মার্চ ২০২০

করোনা নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ায় পাবনায় এক যুবরীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আব্দুস সালাম (৩২) ঈশ্বরদী পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

সোমবার (৩০ মার্চ) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার মশুরিয়াপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী সাংবাদিকদের জানান, ‘সোমবার যুবলীগ নেতা আব্দুস সালাম তার ফেসবুক পেজে করোনা ভাইরাস সম্পর্কে বিদেশীদের নিয়ে কটুক্তি ও আপত্তিকর মন্তব্য পোস্ট করেন। এমন অভিযোগ পেয়ে ওইদিন রাতে তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।’ 

আজ মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানান ওসি।

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি