ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

জয়পুরহাটে আইসোলেশনে থাকা ৩ জনের করোনা নেই

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৩২, ৩১ মার্চ ২০২০

জয়পুরহাটের গোপীনাথপুরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে আইসোলেশনে থাকা তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়নি। 

সোমবার (৩০ মার্চ) রাতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) দেয়া জেলা সিভিল সার্জনকে  এক ই-মেইল বার্তায় এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

জেলা সিভিল সার্জন ডা. মো. সেলিম মিঞা সাংবাদিকদের বলেন, ‘জ্বর, সর্দি-কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন ওই তিন রোগী। গত শনিবার তাদেরকে করোনায় আক্রান্ত সন্দেহে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুরের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। পরে তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছিল। তিনজনের প্রতিবেদনই নেগেটিভ এসেছে।’

এছাড়া গত ২৪ ঘন্টায় হোম এবং প্রাতিষ্ঠানিক মিলে ৫ জনকে নতুন করে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় মোট  ৩২২ জনকে এ ব্যবস্থার আওতায় আনা হয়। যেখানে বর্তমানে রয়েছেন ১৬৩ জন। নির্দিষ্ট মেয়াদ পূর্ণ করায় বাকিদের ছাড়পত্র দেয়া হয়েছে। 

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি