ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা 

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:৩৩, ৩১ মার্চ ২০২০ | আপডেট: ১৩:৩৪, ৩১ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

গাজীপুরে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার সকাল ৯টা দিকে মহানগরের কাশিমপুরের পানিশাইল সোনালীপল্লী এলাকার একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতদের বাড়ি রংপুরের পীরগঞ্জ থানার বড় গোবিনাথপুর গ্রামে।  

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত মোশাররফ হোসেন মাদকাসক্ত ছিলেন। স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিল। এরই জের ধরে সোমবার রাতে স্ত্রী হোসনা আক্তার ও দুই মাস বয়সী মেয়ে মোহিনী আক্তারকে বিশ খাইয়ে হত্যার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মোশাররফ।

মঙ্গলবার সকালে প্রতিবেশীরা পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।   

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনবাড়ী জোনের সহকারী কমিশনার আহসানুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি