ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ফেনীতে নির্দেশনা অমান্য করে জনসমাগম

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫০, ৩১ মার্চ ২০২০

করোনা সচেতনতায় ঘোষিত নির্দেশনা মানছেন না ফেনীর মানুষ। জেলা প্রশাসনসহ আইন শৃঙ্খলাবাহিনী বিভিন্ন পদক্ষেপ নিলেও তা অমান্য করছেন অনেকে। 

আইইডিসিআরের ঘোষণায় নতুন কোন রোগী শনাক্ত না হওয়ার খবরে অধিকাংশ মানুষের ওপর ভর করছে নির্দেশনা না মানার প্রবনতা। এতে বেড়েছে হাট-বাজারে মানুষের সমাগম, শহরের অলি-গলিতে বসছে আড্ডা। 

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিভিন্ন স্থানে বন্ধ হওয়া দোকান খুলতে শুরু করেছে। কোথাও মানা হচ্ছে না সামাজিক নিরাপদ দূরুত্ব। আজ মঙ্গলবার সকাল থেকে সদর হাসপাতাল, রেলগেইট, মহিপাল ও ট্রাংক রোডে দেখা যায় এমন চিত্র।

করোনা সতর্কতায় জনসমাগম ঠেকাতে বন্ধ রয়েছে জেলার অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান, বিনোদন কেন্দ্রসহ সামাজিক অনুষ্ঠান। কিন্তু উৎসুক জনতা অযথা ভিড় করছে শহরের বিভিন্ন পয়েন্টে। ব্যাটারি চালিত টমটম, সিএনজি ও রিকশায় ভরে গেছে শহরের প্রধান সড়কগুলো। ফুটপাতে যত্রতত্র বসেছে ফলের দোকান।

এদিকে জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, ‘জনসমাগম রোধ ও সামাজিক দূরুত্ব রজায় রাখতে মাঠে রয়েছে সেনাবাহিনীসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। তারা শিগগিরই যথাযত আইনি ব্যবস্থা গ্রহণ করবে।’

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি