ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

বরিশালে কোয়ারেন্টাইন মুক্ত আরও ১২ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৪, ৩১ মার্চ ২০২০

বরিশালে গত ২৪ ঘণ্টায় কেউ হোম কোয়ারেন্টাইনের আওতায় না আসলেও ছাড়পত্র দেয়া হয়েছে ১২ জনকে। এ নিয়ে জেলায় বিশেষ সতর্কতা থেকে মুক্ত হওয়ার সংখ্যা ২৫৪।  

মহানগর ও জেলার ১০টি উপজেলায় এখন পর্যন্ত বিদেশফেরতসহ ৬৮১ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়। যা বর্তমানে নেমে এসেছে ৪২৭ জনে। 

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন সাংবাদিকদের জানান,‘শেবাচিমের করোনা ইউনিটে এখন পর্যন্ত ৯ জনকে ভর্তি করা হয়। এর মধ্যে দুইজন সুস্থ হওয়ার পাশাপাশি মারা গেছেন আরও ২ জন। অপর ৫ জন চিকিৎসাধীন রয়েছেন।’

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি