ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সামাজিক দূরত্বের নির্দেশনা অমান্য করায় বরগুনায় জরিমানা

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৫, ৩১ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

করোনা সতর্কতায় বরগুনায় সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠানগুলো মানছেন না সরকারের সামাজিক দূরত্বের নির্দেশনা।

এমন অভিযোগে এবার চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযোগে দুই পথচারীকেও জরিমানা করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে শহরের কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির দোকানে ঘুরে ৪ ব্যবসায়ী ও দুজন পথচারীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তার। 

এ সময় বরগুনা সদর থানার ওসি আবির মোহাম্মদ হোসেন ও পুলিশের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। 

এআই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি