ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

করোনাভাইরাস সন্দেহে রাজবাড়ীর দুই জনকে ঢাকায় প্রেরণ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫১, ৩১ মার্চ ২০২০

রাজবাড়ী সদর হাসপাতালে করোনাভাইরাস সন্দেহে আইসোলেশন ইউনিট থেকে ৬০ বছর বয়সী এক সবজি বিক্রেতাকে এবং ১৭ বছর বয়সী আপর এক ছাত্রকে ঢাকায় পাঠানো হয়েছে। মঙ্গলবার  সকাল ও বিকালে ওই দুইজনকে ঢাকায় পাঠানো হয়।

সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঠান্ডা, জ্বর, কাশি, শ্বাসকষ্ট, শরীর ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন এক সবজি বিক্রেতা। পরে তার স্বাস্থ্য পরীক্ষা ও এক্সে করা হয় এবং তার সার্বিক অবস্থা বিবেচনা করে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে পাঠান। অপর দিকে, প্রায় একই ধরণের উপসর্গ থাকা ছাত্রকে ঢাকায় পাঠানো হয়।

এদিকে, রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৬ জন বেড়ে রাজবাড়ীতে ৬৩৩ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এছাড়া ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র ৪৮৩ জন পেয়েছেন। 

এর আগে করোনা সন্দেহে এক আওয়ামী লীগ নেতা ও এক শিক্ষা অফিস কর্মকতাকে ঢাকায় পাঠানো হয়েছিল। পরে তাদের দুজনই করোনায় আক্রান্ত না বলে নিশ্চিত হওয়া গেছে।

সদর হাসপাতালের ডাক্তার শামীম আহসান বলেন, সকালে এক সবজি বিক্রেতা জ্বর, কাশি, ঠান্ডা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। তার সার্বিক অবস্থা বিবেচনা করে ঢাকায় পাঠিয়েছেন। অতীতে তিনি টিবি রোগে আক্রান্ত ছিলেন এবং বর্তমানে নিউমোনিয়াতে আক্রান্ত। অনূরুপ উপসর্গ নিয়ে ওই ছেলে এলে তাকেও ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়।

কেআই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি