ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

জয়পুরহাটে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২২:০৬, ৩১ মার্চ ২০২০

করোনা ভাইরাসের ঘোষণা হওয়ার পর থেকেই জয়পুরহাটে মুজিবনগর চিত্রাপাড়া সেচ্ছাসেবী সংগঠনের উদ্যেগে অসহায় দরিদ্র, কর্মহীন ক্ষুধার্ত মানুষের মাঝে প্রতিদিন খাবার তুলে দেওয়া হচ্ছে। চিত্রাপাড়া মুজিব নগর মসজিদ চত্তরে প্রতিদিন রাত ৮টার পর এ খাদ্য বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল রাজ্জাক। উক্ত কর্মসূচিতে সহযোগিতার হাত বাড়িয়েছেন জয়পুরহাট পৌর-সভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, জেলা সেচ্ছা সেবক লীগের সভাপতি মাসুদ রেজা, সংগঠনের উদ্যেগ্যতা মসিউর রহমান রিন্টু, সুথি, জেলা কাঠ শ্রমিক ইউনিয়ন সভাপতি আশরাফুল ইসলাম টকোন, সহ-সভাপতি গপুল, বিকাশ, নয়ন, স্বপন, হোসেন, আনন্দ, নাজমুলসহ অন্যন্যারা।

করোনা ভাইরাসের সামাজিক দুরুত্ব বজায় রেখে প্রতিদিন প্রায় ১ হাজার কর্মহীন ক্ষুধার্ত মানুষের মাঝে রাতের খাবার তুলে দেওয়া হচ্ছে।

ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা দূর করতে পারে দরিদ্র, অসহায় মানুষের পেটের ক্ষুদা তাই করোনা ভাইরাসের লকডাউন কর্মসূচিতে চলমানভাবে এ খাদ্য বিতরণ সভার কর্মসূচি পালন করা লক্ষ্যে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহবান জানান।

কেআই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি