ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

মোংলায় চিকিৎসকদের পিপিই দিলেন সাংবাদিক নুর আলম

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ২২:০৮, ৩১ মার্চ ২০২০

করোনা ভাইরাস সংক্রমণ রোধে মোংলায় এবার চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) দিয়েছেন সাংবাদিক নুর আলম শেখ। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি এই পিপিই প্রদান করেন। 

নুর আলম শেখ খুলনার দৈনিক পূর্বাঞ্চল মোংলার নিজস্ব সংবাদদাতা এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান। তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস এর কাছে পিপিইগুলো হস্তান্তর করেন। 

এসময় উপস্থিত ছিলেন ডাঃ মলয় মল্লিক, স্বাস্থ্যকর্মী বাবুল হোসেন, মো. জাহিদ হোসেন প্রমূখ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস পিপিই ড্রেস বিতরণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন সরকার এবং জনগণের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে প্রাণঘাতী করোনা ভাইরাস কোভিড-১৯ প্রতিরোধ করা সম্ভব হবে।

সাংবাদিক মো. নূর আলম শেখ এর আগে চিকিৎসক ছাড়াও সাংবাদিক, ইমাম, মৃতদের দাফনের সাথে যুক্ত ব্যক্তিদের মধ্যে করোনা ভাইরাস মোকাবেলা করার ড্রেস পিপিই বিতরণ করেন বলে জানা যায়।

কেআই/এসি
 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি