ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজশাহীতে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন যুবকের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৬, ১ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ভাইরাস রোগিদের চিকিৎসার জন্য স্থাপিত ওয়ার্ডে চিকিসাধীন এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

তবে চিকিৎসকরা বলছেন ওই যুবক করোনা ভাইরাসে আক্রান্ত নয়। তিনি হাঁপানির রোগি ছিলেন। রাতেই তার লাশ স্বজনরা নিয়ে গেছে।

মৃত ওই যুবকের নাম বুলবুল (২২)। তার বাড়ি নাটোর জেলার লালপুর উপজেলার নবীনগর গ্রামে। বুলবুলের বাবার নাম আসলাম আলী। 

হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, বিকেল পাঁচটার দিকে বুলবুলকে হাসপাতালে ভর্তি করা হয়। জ্বর ও শ্বাসকষ্ট থাকার কারণে হাসপাতালের ৩৯ নম্বর ওয়ার্ডে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়।

তিনি জানান, করোনা ভাইরাস আতঙ্কে স্বজনরা তাকে হাসপাতালে আনেন। তবে বুলবুল করোনা ভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত ছিলেন না। তিনি হাঁপানির রোগী ছিলেন। সাথে জ্বর হয়েছিল। বিদেশফেরত কোনো ব্যক্তির সংস্পর্শে বা সম্প্রতি ভ্রমনের কোনো ইতিহাসও নেই বুলবুলের। রাতেই তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমবি//

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি