ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

দেওভোগে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫২, ১ এপ্রিল ২০২০ | আপডেট: ১৪:৫৩, ১ এপ্রিল ২০২০

দেওভোগ-ম্যাপ

দেওভোগ-ম্যাপ

নারায়ণগঞ্জের দেওভোগে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শরীফ (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। আজ (১ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার আদর্শনগর এলাকায় এ ঘটনা ঘটে। 

পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। 

নিহত শরীফ দেওভোগ শেষমাথা আদর্শনগর এলাকার আলাল মাদবরের ছেলে। সে এ এলাকায় একটি হার্ডওয়্যারের দিয়ে ব্যবসা করতো।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে, লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

তিনি আরও বলেন, পূর্ব শত্রুতার জেরে দোকান খোলা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে এবং সে মারা যায়। আমরা তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিচ্ছি এবং এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি