ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

বরিশালে হোম কোয়ারেন্টাইনের বর্তমান পরিস্থিতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৪, ১ এপ্রিল ২০২০

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের দৃশ্য

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের দৃশ্য

বরিশালে গত ২৪ ঘন্টায় নতুন করে কাউকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়নি, উপরন্তু ছাড়পত্র দেয়া হয়েছে ৭৯ ব্যক্তিকে। বুধবার (১ এপ্রিল) জেলা সিভিল সার্জন ডা. মো: মনোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, বরিশাল নগরী ও জেলার ১০টি উপজেলায় দেশের বাহির থেকে যারা এসেছেন তাদের মধ্যে এ পর্যন্ত ৬৮১ জনকে হোম কোয়ারেন্টাইনে নিয়েছে স্থানীয় প্রশাসন। এদের মধ্যে ৩৩৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৪৮ জন। 

এদিকে, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটের এ পর্যন্ত ভর্তি হয়েছিল ৯ জন। এদের মধ্যে ২ জনের মৃত্যু হয় এবং ৭ জন সুস্থ হয়ে বাড়ি চলে গেছে। হাসপাতালের পরিচালক ডা: বাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি