ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বরিশালে হোম কোয়ারেন্টাইনের বর্তমান পরিস্থিতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৪, ১ এপ্রিল ২০২০

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের দৃশ্য

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের দৃশ্য

Ekushey Television Ltd.

বরিশালে গত ২৪ ঘন্টায় নতুন করে কাউকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়নি, উপরন্তু ছাড়পত্র দেয়া হয়েছে ৭৯ ব্যক্তিকে। বুধবার (১ এপ্রিল) জেলা সিভিল সার্জন ডা. মো: মনোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, বরিশাল নগরী ও জেলার ১০টি উপজেলায় দেশের বাহির থেকে যারা এসেছেন তাদের মধ্যে এ পর্যন্ত ৬৮১ জনকে হোম কোয়ারেন্টাইনে নিয়েছে স্থানীয় প্রশাসন। এদের মধ্যে ৩৩৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৪৮ জন। 

এদিকে, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটের এ পর্যন্ত ভর্তি হয়েছিল ৯ জন। এদের মধ্যে ২ জনের মৃত্যু হয় এবং ৭ জন সুস্থ হয়ে বাড়ি চলে গেছে। হাসপাতালের পরিচালক ডা: বাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি