ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

কুমিল্লায় জেলা প্রশাসন, পুলিশ ও মেডিকেল কলেজে পিপিই প্রদান 

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩০, ১ এপ্রিল ২০২০

কুমিল্লায় জেলা প্রশাসন, জেলা পুলিশ ও মেডিকেল কলেজে পিপিই প্রদান করেছে অংকুর ইন্টারন্যাশনাল। বুধবার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজের ডাক্তারদের জন্য ১৫০ শত পিপিই কুমিল্লা মেডিকেল কলেজ এর পরিচালক ডা. মোঃ মুজিবুর রহমানের কাছে, জেলা পুলিশের জন্য ২০টি  পিপিই পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের কাছে এবং প্রশাসনের জন্য ১০টি পিপিই অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নুরুজ্জানের কাছে হস্তান্তর করেন, মুরাদনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর।

ড. আহসানুল আলম সরকার কিশোর জানান, সারা দেশে প্রথমে জেলা পর্যায়ে, পরবর্তীতে উপজেলা পর্যায়ে ডাক্তার, পুলিশ ও প্রশাসনের যারা মাঠ পর্যায়ে কাজ করে, তাদের জন্য পিপিই প্রদান করছে এই সংগঠন।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি