ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

দোহারে করোনায় মারা গেলে লটাখোলা কবরস্থানে দাফন 

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

প্রকাশিত : ১৭:৪২, ১ এপ্রিল ২০২০

ঢাকার দোহার ও নবাবগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা গেলে দোহারের লটাখোলা শাহী কবরস্থানে তার লাশ দাফন করার সিদ্ধান্ত নিয়েছে কবরস্থান কমিটি। বুধবার বিষয়টি নিশ্চিত করেন লটাখোলা শাহী কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ।

আব্দুর রহমান আকন্দ বলেন, খিলগাঁও তালতলা কবরস্থানে করোনা আক্রান্ত কোন মৃত ব্যক্তিকে কবর দিতে দিবে না শুনে খুব কষ্ট পেয়েছি। ভেবেছি আমরা দিন দিন কেমন যেন অমানুষ হয়ে যাচ্ছি। তাই এই সংবাদ দেখে আমাদের লটাখোলা শাহী কবরস্থান কমিটি ও স্থানীয় গণ্যমান্যদের সাথে আলোচনা করে আমরা সকলেই একমত হই দোহার-নবাবগঞ্জে কেউ যদি করোনা আক্রান্ত হয়ে মারা যায় তাহলে তাদেরকে লটাখোলা শাহী কবরস্থান দাফন করা যাবে। 

ইতিমধ্যে উপজেলা প্রশাসন ও দোহার থানা, উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভাসহ সকলের সাথে আলোচনা করে প্রস্তাব দেওয়া হয়েছে। পৃথিবীর এই ক্রান্তিলগ্নে আমরা লটাখোলাবাসী মানুষের পাশে থাকতে চাই।

কেআই/এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি