ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ঠাকুরগাঁওয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২০, ১ এপ্রিল ২০২০ | আপডেট: ১৯:২৩, ১ এপ্রিল ২০২০

নিহতের বাড়িতে এলাকাবসীর ভিড়

নিহতের বাড়িতে এলাকাবসীর ভিড়

ঠাকুরগাঁও সদর উপজেলার কুজিশহর গ্রামে গাছ থেকে পড়ে সাদেকুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে ওই যুবক মারা যায়।

জানা যায়, ওই গ্রামের হাফিজ উদ্দীনের ছেলে সাদেকুল ইসলাম বাড়ির পাশে তার জমিতে লাগানো ইউক্লিপটাস গাছ থেকে খড়ি সংগ্রহ করার জন্য গাছে চড়েন। এক পর্যায়ে অবসাবধানতা বশত: তিনি উপর থেকে নিচে পড়ে গেলে গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এঘটনায় শোকের ছায়া নেমেছে নিহতের পরিবারে। ১নং রুহিয়া ইউনিয়ন চেয়ারম্যান মনিরুল হক বাবু খবরটি নিশ্চিত করেছেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি