ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন একই পরিবারের ৫ জন 

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২১:৫৪, ১ এপ্রিল ২০২০

ঠাকুরগাঁও জেলার ম্যাপ

ঠাকুরগাঁও জেলার ম্যাপ

Ekushey Television Ltd.

সুস্থ হয়ে নিজ বাড়িতে ফিরে গেছেন করোনায় আক্রান্ত সন্দেহে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে থাকা একই পরিবারের পাঁচ জন। বুধবার (১ এপ্রিল) বিকেলে তাদের ছাড়পত্র দেয়া হয়েছে বলে জানান সিভিল সার্জন ডাঃ মাহফুজার রহমান।

তারা প্রত্যেকেই এখন সুস্থ জানিয়ে তিনি বলেন, পরবর্তীতে আরো তিন দিন তাদের হোম কোয়ারিন্টাইনে থাকতে বলা হয়েছে। তবে সতর্কতামূলক কাজের অংশ হিসেবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে তাদের গত শনিবার রাতে বিশেষ ব্যবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। 

সেখানে রোববার আইইডিসিআর-এর একটি দল তাদের নমুনা সংগ্রহ করে এবং পরীক্ষা শেষে মঙ্গলবার তারা রমেক হাসপাতাল কর্তৃপক্ষকে সেসব ব্যক্তির মাঝে করোনা নেই বলে জানায়। এরই প্রেক্ষিতে আজ ছাড়পত্র পেল ওই পাঁচ জন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি