ঢাকা, বুধবার   ০৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হিলিতে সাংবাদিকদের পিপিই ও মাস্ক দিল সংসদসদস্য

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ২৩:০১, ১ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

করোনা ভাইরাসের সংক্রামনের হাত থেকে নিরাপদ থাকতে দিনাজপুরের হিলিতে সাংবাদিকদের মাঝে ব্যাক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) ও মাস্ক প্রদান করেছেন দিনাজপর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক।

বুধবার দুপুর আড়াইটায় হিলি স্থলবন্দরের আরনু জুটি মিল চত্বরে হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমানের হাতে হিলিতে কর্মরত সাংবাদিকদের জন্য পিপিই ও মাস্কগুলো তুলে দেন তিনি। এসময় সেখানে হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশীদ, পৌরমেয়র জামিল হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

দিনাজপুর-৬আসনের সাংসদ শিবলী সাদিক বলেন, সারা বিশ্বের মতো বাংলাদেশেও করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এমন অবস্থায় সাংবাদিকরা ঝুকি নিয়ে তথ্য সংগ্রহ করে দেশবাসীসহ পুরো বিশ্বকে জানাচ্ছেন। তাদের প্রেরিত সংবাদের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি। তাদের ব্যাক্তিগত নিরাপত্তার কথা চিন্তা করে তাদের জন্য এই পিপিই ও মাস্ক প্রদান করা হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি