ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণ পেল বরগুনার হিজরা ও বেদেরা

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৬, ২ এপ্রিল ২০২০

প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণ সহায়তা পেয়েছেন বরগুনার হিজরা ও বেদেরা। বুধবার (১ এপ্রিল) বিকেলে তাদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। 

এইকসঙ্গে করোনার প্রভাবে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। এতে রয়েছে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, এক লিটার তেল ও একটি সাবান।

এদিকে করোনার প্রকোপ ঠেকাতে সরকারি নির্দেশান অনুযায়ী জেলাজুড়ে বন্ধ রয়েছে সকল প্রকার যানবাহন চলাচল। খোলা হচ্ছে না কাঁচাবাজার ব্যতীত অন্যান্য দোকানপাট। তৎপর রয়েছে আইন শৃঙ্খলাবাহিনী। ফলে, রাস্তাঘাটে তেমন একটা দেখা মিলছে সাধারণ মানুষের। 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি