ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নড়াইলে যুবকের মৃত্যুতে লকডাউনের গুজব

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৬, ২ এপ্রিল ২০২০

নড়াইলে শ্বাসকষ্ট, জ্বর ও পাতলা পায়খানায় শওকত আলী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জেলার বিভিন্ন স্থানে লকডাউনের গুজব ছড়িয়ে পড়ে। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ও সাধারণ মানুষের মুখে মুখে তা ছড়িয়ে পড়ে। বুধবার (১ এপ্রিল) সকাল থেকে রাত অবধি এ খবর বিভিন্ন মহলে শোনা গেলেও, তার কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন জেলা প্রশাসক আনজুমান আরা।

সাংবাদিকদের তিনি জানান, ‘দক্ষিণ নড়াইলে শওকত আলী নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ওই এলাকায় বাড়তি সর্তকতামূলক পদক্ষেপ নেয়া হয়েছে। তার নমুনা সংগ্রহের প্রয়োজন নেই বলে সিভিল সার্জন আমাকে জানিয়েছেন। এছাড়া এ এলাকা (দক্ষিণ নড়াইল) লকডাউনেরও প্রয়োজন নেই। সবাইকে অনুরোধ করব কেউ আতঙ্কিত হবেন না। করোনা প্রতিরোধে সচেতন হোন।’

প্রসঙ্গত, শ্বাসকষ্ট, জ্বর, পাতলা পায়খানায় ভুগতে থাকা অবস্থায় মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৯টার দিকে নড়াইল সদর হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়। তিনি শহরের দক্ষিণ নড়াইলের ওমর আলীর ছেলে এবং রূপগঞ্জ বাজারে সুপারির ব্যবসা করতেন। 

মৃত শওকতের স্বজনরা জানান, ‘তার শরীরে এক সপ্তাহ ধরে জ্বর, কাশি, শ্বাসকষ্ট, গা ব্যাথাসহ নানা উপসর্গ দেখা দেয়। এরপর ঢাকায় করোনা সংক্রান্ত হটলাইনে ফোন দেয়া হলেও কোনো কাজ হয়নি। ডাক্তার দেখিয়ে ওষুধ সেবন করানো হলেও অবস্থার উন্নতি হয়নি। একপর্যায়ে অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাতে নড়াইল সদর হাসপাতালে আনা হলে মারা যান তিনি।’

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি